দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ : ২২ আগস্ট ২০১৭, ১৯:২৬

সাহস ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘নূর হোসেনের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপথগামী কিছু সদস্যের কারণে পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না। আমরা আশা করি এ দণ্ড উচ্চ আদালতে বহাল থাকবে।’

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম, ‘দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এ শাস্তি হওয়ায় আমি স্বস্তি অনুভব করছি।’

আজ মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ও রায় ঘোষণা করেন। এতে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল ও ১১ আসামির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাদের যাবজ্জীবন করা হয়েছে, রায়ের কপি দেখে আমরা পর্যালোচনা করে এদের বিরুদ্ধে আপিল দায়ের করব।’ 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত