মাদক, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দুই সাইক্লিস্টের অভিযান

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১২:৪২

সাহস ডেস্ক

মাদক, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা রুখবোই, আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির দুই এক্টিভিস্ট আহমেদ রাকিন মাহী ও হাসান আহমেদ নাঈম মাত্র ২৫ দিনে বাইসাইকেল যোগে বাংলাদেশের ৬৪ জেলা রাইড সম্পন্ন করেছেন। সিলেট বিভাগ থেকে সর্বপ্রথম এই দুই তরুণ সাইক্লিস্ট ৬৪ জেলা রাইড সম্পন্ন করলেন।

গত ২৮ জুলাই মৌলভীবাজার থেকে রাইড শুরু করে পর্যায়ক্রমে ২৫ দিনে ৬৪ জেলা রাইড শেষ করে ২১ আগস্ট হবিগঞ্জ জেলায় পৌঁছেন তারা।

দুই সাইক্লিস্ট মাহী ও নাঈমের সাথে আলাপকালে তারা জানান, সাইক্লিং এর প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, বর্তমান সময়ের বড় তিনটি সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি মৌলভীবাজারকে দেশব্যাপী পৌঁছে দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করছেন। তারা সার্বক্ষণিক সহযোগীতা করায় মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া, মৌলভীবাজার জেলা প্রশাসন, মৌলভীবাজার জেলা পুলিশ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা তাদের সহযোগিতা করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত