‘কোরেশীর নেতৃত্বাধীন পিডিপির কমিটি কেন অবৈধ নয়’

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৭, ১৮:০৩

সাহস ডেস্ক

ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বে গঠিত প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কমিটির বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ সোমবার (২৮ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে রিটের পক্ষে এডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ বাসস’কে এ কথা জানান ।

এর আগে কোরেশীর নেতৃত্বে কমিটির বৈঠতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কমিটি থেকে বাদ পড়া দলটির সাবেক সেক্রেটারি এহসানুল হক সেলিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত