‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে ইন্দোনেশিয়া প্রস্তুত’

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৪

সাহস ডেস্ক

সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, তার দেশ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরনার্থীদের কারণে সৃষ্ট চাপ কমাতে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, এই মানবিক সংকটের অবসান ঘটবে এবং ইন্দোনেশিয়া এই সংকট নিরসনে ভূমিকা রাখতে প্রস্তুত। ‘তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক শেষে সন্ধায় হোটেল সোনরগাঁওয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন’।

তিনি বলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো বিদোদো রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে কথা বলার জন্য তাকে বাংলাদেশে পাঠিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠকে কমপক্ষে তিনটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে প্রথমত: রোহিঙ্গা শরনার্থীদের কারনে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি হওয়ায় তার দেশের সহানুভূতির কথা অবহিত করা হয়েছে।

দ্বিতীয়ত: বাংলাদেশ সরকারের উপর চাপ কমাতে তার দেশ সহায়তা প্রদানে প্রস্তুত থাকার কথা অবহিত করা হয়। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইন্দোনেশিয়ার সহায়তা গ্রহণে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।

তৃতীয়ত: পরিস্থিতি নিয়ে আলোচনা করা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গতকাল দুপুরে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউএনএইচসিআর’র সূত্র মতে গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত