আজ থেকে ফিরতি হজফ্লাইট শুরু

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৩

সাহস ডেস্ক

চলতি বছরের ফিরতি হজফ্লাইটের কার্যক্রম আজ বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু এবং তা ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ফিরিয়ে আনতে জেদ্দা থেকে ঢাকায় ১৬৯টি ফিরতি হজফ্লাইট, ১৪৯টি ডেডিকেটেড এবং ৩০টি সিডিউলড ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, ‘দীর্ঘকায় বোয়িং-৭৭৭ বিমানের মাধ্যমে ফিরতি হজফ্লাইটসমূহ পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।’

ইকোনোমিক ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৬ কেজি পণ্য বিনা শুল্কে বহন করতে পারবেন।

বাংলাদেশ হজ কর্তৃপক্ষ আলাদাভাবে হজযাত্রীদের জন্য পবিত্র জমজমের পানি আনবে। হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিজনকে ৫ লিটার করে জমজমের পানি দেয়া হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে হজব্রত পালন করেন। তাদে মধ্যে অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত