শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৯

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মো. ওসমান। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে তাকে আটক করা হয়। 

শুল্ক গোয়েন্দারা জানান, দুবাইগামী যাত্রী ওসমানের কাপড়ের ব্যাগের ভেতর সবজি ও মাংসের মধ্যে বিশেষভাবে লুকিয়ে কোনও ঘোষণা ছাড়াই ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিল। তিনি ঢাকা-দুবাইগামী বাংলাদেশ বিমানে BG047 ফ্লাইটে যাচ্ছিলেন। 

শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তাকে নজরদারিতে রাখে। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তিনি মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তাকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে গিয়ে তার ব্যাগে তল্লাশি করে এসব মুদ্রা উদ্ধার করা হয়। 

এই ব্যাপারে যাত্রী ওসমানকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে।