রামগতিতে ভূয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৫

লক্ষ্মীপুরের রামগতিতে আনোয়ার হোসেনের নামে এক শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় দেলোয়ার হোসেন নামের অপর এক ভূয়া পরীক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ সেপ্টেম্বর (সোমাবার) উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার ফাযিল কেন্দ্র থেকে দেলোয়ারকে আটক করা হয়। দেলোয়ার উপজেলার চর সেকান্তর এলাকার আবুল কালামের ছেলে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী জানিয়েছেন, নির্ভরযোগ্যসূত্রে খবর পেয়ে বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব তাকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব বলেন, ভূয়া পরীক্ষার্থী প্রমাণ হওয়ায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার কাছ থেকে পরীক্ষার খাতা, স্কেল, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ফাইল ও কলম জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত