রোহিঙ্গা হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। 

১৩ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টায় চাটমোহর উপজেলা কওমি মাদ্রাসার ওলামা একরামদের আয়োজনে চাটমোহর থানা মোড়ের আমতলায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তা অত্যন্ত বর্বর ও জঘণ্য। কিন্তু বিশ্ব বিবেক আজ নীরব দর্শক হয়ে দেখছে। বক্তাগণ অবিলম্বে নির্যাতন বন্ধ ও রোহিঙ্গাদের পূর্ণবাসনের জন্য সরকারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে সুচির বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি বেলাল হোসেন স্বপন, মুফতি মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা আলতাব হোসেন, মুফতি আসাদ উল্লাহসহ অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত