bangladesh-26722-science-and-tech গাইবান্ধায় পৈত্রিক জমির দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

গাইবান্ধায় পৈত্রিক জমির দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩

ফরহাদ আকন্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বাপ দাদার পৈত্রিক জমি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান করেছে খামার থেকে উচ্ছেদের শিকার সাঁওতালরা।
 
১৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কয়েক শত সাঁওতাল সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে এসে জেলা শহরে রেলগেট  থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এসে তাদের অভিযোগ শোনেন ও ৭ দফা দাবি সম্বলিত স্বারকলিপি গ্রহণ করেন।
 
বিক্ষোভে বক্তরা গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে আদিবাসী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরসহ নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।
 
এতে বক্তব্য রাখেন, ভূমি উদ্ধার কমিঠির সহ সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, প্রবির চক্রবর্তীসহ অন্যরা।