লালমনিরহাটে বিদ্যুৎ প্রকৌশলীর দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৫

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

১৩ সেপ্টেম্বর (বুধববার) দুপুরে প্রান্নাথ পাটিকাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।

বক্তব্যে উপজেলা ভাইচ চেয়ারম্যাম মাকতুফা ওয়াসিম বেলী বলেন, গত ১ সপ্তাহ আগে এলাকায় বিদ্যুতের এক ট্রান্সফরমার অকেজো হয়ে যায়। কিন্তু ওই ট্রান্সফরমার পরিবর্তন না করে টাকার বিনিময় হাতীবান্ধা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী রফিকুল ইসলাম পার্শ্ববর্তী গ্রামে নতুন ট্রান্সফরমার স্থাপনের চেষ্টা করছেন। ফলে ওই এলাকার দুই বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা বন্ধ হয়ে গেছে। আমরা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর সকল অনিয়ম ও দুর্নীতি তদন্তপূর্বক বিচার দাবি করছি। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল আলম ও আবদার রহমান প্রমুখ। 

অভিযোগের বিষয়ে হাতীবান্ধা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কোনো অনিয়ম নয়, যে স্থানে বিদ্যুতের ট্রান্সফরমার অকেজো হয়ে গেছে ওই স্থানেই নতুন ট্রান্সফরমার স্থাপন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত