bangladesh-26752-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8 সাতক্ষীরায় অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতায় ও কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে প্রভাষক এম সুশান্ত মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল কাদের, মীর আবু সুফিয়ান, নির্মল বৈরাগী, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, মনিকা দাশ, নাজমূল নাহার, অফিস সহকারী রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ডিগ্রী সেকশনে তারা ২২ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। যাদের প্রত্যেকেই ১৫-১৬ বছর ধরে চাকরি করছে। কিন্তু এতোদিনেও ডিগ্রীর সেকশন স্বীকৃতি পায়নি। হঠাৎ করে অধ্যক্ষ আক্তারুজ্জামান ডিগ্রী সেকশনের খাতা-পত্র উধাও করে দেন। কলেজের কোথাও ২২ জন শিক্ষক-কর্মচারীর নাম পর্যন্ত নেই।