গুলিবিদ্ধ দুজনসহ আরও ৩ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১

সাহস ডেস্ক

মিয়ানমারে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়ে পালিয়ে আসা আরও তিন রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।

টেকনাফের সীমান্তবর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়।

এরা হলেন- গুলিবিদ্ধ তসলিমা (৩০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (২২) এবং ছুরিকাঘাতে আহত মো. আবুল কাশেম (৮০)।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের মধ্যে তসলিমা বাম পা ও বাম হাতে এবং আব্দুল্লাহ বাম পায়ে গুলিবিদ্ধ। রাতে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।

এর পর থেকে গত ২২ দিনে মোট ১০৩ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। যাদের অধিকাংশই গুলিবিদ্ধ ও বোমা বিস্ফোরণে আগুনে পোড়া।

আলাউদ্দিন জানান, চিকিৎসা নিতে আসাদের মধ্যে গত ২৬ অগাস্ট ও ৩০ অগাস্ট দুইজন মারা যান এবং ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত