ভারী বর্ষণের আভাস, ৩ নম্বর সতর্কতা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪

সাহস ডেস্ক

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া অধিদপ্তর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়। 

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও  ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত