অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৫

পাবনা প্রতিনিধি

পাবনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত যুবক- পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার সুলতান খানের ছেলে ইমরান হোসেন খান শান্ত (৩০)।

১৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় পাবনার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শারমিন আক্তার এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবনার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খন্দকার জাহিদ রানা এবং আসামি পক্ষে ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু।

অ্যাডভোকেট খন্দকার জাহিদ রানা জানান, ২০১১ সালের ৯ নভেম্বর একটি একনলা বন্দুক ও চারটি কার্তুজসহ শান্তকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। এ ঘটনায় শান্তকে আসামি করে পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক মামলার ২টি ধারার মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

মামলার রায় ঘোষণার সময় আসামি ইমরান হোসেন শান্ত এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত