মুন্সীগঞ্জে টেক্সাইল মিলে আগুন: নিহত ৬

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৬

সাহস ডেস্ক

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার চরমুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলে আগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ছয় শ্রমিক নিহত হয়েছে। তাদের মধ্যে তিন শ্রমিকের নাম জানা গেছে এরা হলেন, নাজমুল (২০) ইসরাত (১৮) উজ্জল (২০)।

আগুন নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের চারটি ইউনিট কাজ করছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থল থেকে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জয়নাল আবেদীন জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে টেক্সটাইল মিলের ভেতরে দ্বিতীয় তলায় ক্যামিকেল মিশিয়ে স্যাম্পেল তৈরি করছিল। আর পাশেই ওয়েলডিংয়ের কাজ চলছিল। এর সময় আগুন লেগে যায় পাশের ক্যামিকেলের গুদামে। ক্যামিকেল থেকে নির্গত গ্যাসের কারণে শ্বাসবদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে।

ঘটনায় পরপরই জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার জন কর্মকর্তাকে আটক করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত শ্রমিকদের দাফন করার জন্য ২০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত