রামগতিতে জঙ্গিবাদ ও বাল্যবিয়েকে লাল কার্ড

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৬

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় চর পোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, পোড়াগাছা ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন।

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। এতে অংশগ্রহণ করেন উক্ত ইউনিয়নের প্রাথমিকের প্রধান শিক্ষকগণ, কাজী, সমাজের প্রতিনিধিগণ, ইউপি সদস্যরাসহ কয়েক হাজার শিক্ষার্থী।

সভায় উপস্থিত সকলে একযোগে দুই হাত তুলে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার শপথ নেন এবং বাল্যবিয়ে ও জঙ্গিবাদকে লাল কার্ড দেখান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত