রোহিঙ্গা ক্যাম্পে বসবে টেলিটকের বুথ: তারানা হালিম

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬

সাহস ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পে টেলিটকের বুথ বসানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।আজ শনিবার(২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এসব বুথ থেকে রোহিঙ্গারা মোবাইলে কথা বলার সুযোগ পাবেন। খুব কম মূল্যে তাদের এই সেবা দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা শরণার্থীদের জন্য মানবিক। তাদের খাদ্য, স্বাস্থ্য, যোগাযোগ নিয়ে আন্তরিক। তবে সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে যে, রোহিঙ্গারা বাংলাদেশি সিম ব্যবহার করছে। যাদের বায়োমেট্রিক করা সিম রোহিঙ্গাদের হাতে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত