সুন্দরবনের বনদস্যু ফজলু অস্ত্রসহ আটক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৬

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বনদস্যু ফারুক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফজলু কারিকরকে (৪০) স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। 

২৪ সেপ্টেম্বর (রবিবার) রাতে সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯নং সোরা গ্রামে জিন্নাতের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশের সহকারী উপ পরিদর্শক মহসীন। এ সময় তার কাছ থেকে দেশী তৈরি একটি পাইপগান জব্দ করা হয়। ফারুক কালিগঞ্জ থানার মৌতলা গ্রামের মোমতাজ কারিকরের ছেলে। 

আটক ফজলু জানায়, গত এক মাস আগে গাবুরা ইউনিয়নে ফারুখ খাঁর সঙ্গে যোগাযোগ করে সুন্দরবনে বনদস্যুতার কাজে যোগ দেয় ফারুক। সুন্দরবনে বনদস্যুতা শেষে নিজ বাড়িতে ফেরার পথে স্থানীয় জনতা চিনতে পেরে ধাওয়া করে ফজলুকে। এসময় সে দৌড়ে জিন্নাতের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি শ্যামনগর থানা পুলিশ জানতে পেরে অস্ত্রসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, আটক বনদস্যুর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত