রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

রোহিঙ্গাদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় শহরের হুজরাপুর উদয়ন মোড়ে বাংলাদেশ কৃষক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসী আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তরা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান গণহত্যা, জুলুম বন্ধ করতে হবে। এ ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। 

এছাড়া রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে সবাইকে এ ব্যাপারে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

জেলা কৃষক লীগ সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, যুব মহিলা লীগ নেতা লাকী আক্তার, এলাকাবাসী তফজুল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত