রায়গঞ্জে ৭২টি মণ্ডপে ডিও বিতরণ, অতঃপর চাল কালোবাজারে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৩

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭২টি পূজা উদযাপনে আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি/সম্পাদকের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ করা হয়েছে।

জানা যায়, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রায়গঞ্জে ৭২টি পূজা মণ্ডপ বিপরীতে ৩৬.৫০০ টন চাল বরাদ্দ হয়। সম্প্রতি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ– তাড়াশ আসনের এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন। এরপর প্রধান অতিথি পূজা উদযাপন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে ডিও তুলে দেন। কিন্তু বিতরণ অনুষ্ঠান শেষ হলেই এর কিছুক্ষণ পরই চাল বেচাকেনার সিন্ডিকেট শুরু হয়।

একপর্যায় উপজেলার ৭২টি পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদককের তোপের মুখে সবগুলো ডিও স্থানীয় কালোবাজারীদের হাতে তুলে দিতে বাধ্য হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরদের অভিযোগ, আমাদের ডিও উপজেলা পূজা কমিটির নেত্রীবৃন্দ চাল উত্তোলন ও বিক্রি নানা জটিলতা তুলে ধরে সবগুলো ডিও হাতে তুলে নেয়। এ সুযোগ স্থানীয় কালোবাজারী ডিলাররা তাদের কৌশল অবলম্বন করে নাম মাত্র দরপত্র নিলাম দেখিয়ে সরকারি মূল্যে ৩৭ হাজার ৯৭ টাকার স্থলে ৩৩ হাজার ৮শ টাকা দরে ক্রয় করে। প্রতি টনে ৪ হাজার ২৯৭ টাকা কম দেয়। 

এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগসাজস করে প্রতি মে.ট চাল ৩৬ হাজার টাকা বিক্রি করারও অভিযোগ উঠেছে।

এদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. চন্দন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি ডিও উত্তেলন বা বিক্রয়ের বিষয়ে আমার কোন ধরণের কথা বলতে রাজি হননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত