গাজীপুরে এসএসসি পাস ‘এমবিবিএস চিকিৎসক’ কারাগারে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬

সাহস ডেস্ক

গাজীপুরে এমবিবিএস ডিগ্রিধারী পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এসএসসি পাস এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যুবকের নাম আজহারুল ইসলাম (৩৫)।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সালনা রেলওভার ব্রিজের পাশে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক আজহারুলকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া জানান, মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আজহারুল এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবের আলম ও পার্সিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এরপরে ওই সেন্টার থেকে তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জানান, আজহারুলকে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার অভিযোগ স্বীকার করেন। 

তিনি নিজেকে এসএসসি পাস বলে আদালতকে জানান। পরে ভ্রাম্যমাণ আদালত বিএমডিসি অ্যাক্ট অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাকে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত