চাঁপাইনবাবগঞ্জে সু চি’র বিচার দাবিতে জাসদ ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৭, ১৮:০৮

চাঁপাইনবাবগঞ্জে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ ও মানবতাবিরোধী অপরাধে মিয়ানমার নেত্রী অং সান সু চি’র বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ ছাত্রলীগ। এসময় কর্মসূচিতে সু চি’র নোবেল শান্তি পুরস্কার বাতিলেরও দাবি জানানো হয়।

২ অক্টোবর (সোমবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চে সমাবেশ করে।

জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জাসদ (ইনু) কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান, জেলা জাসদ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক আযহারুল ইসলাম, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে কর্ণেল তাহের স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক আবু হেনা, জেলা ছাত্রলীগ সদস্য আসিফ ইয়াসির, মোজাহিদুল ইসলাম, পৌর সভাপতি শামিম হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনিষ্টিটিউট ছাত্রলীগ নেতা তারেক আহমেদ প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত