রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৭, ১৯:৫৯

ডিজার হোসেন বাদশা

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড় নাগরিক কমিটি। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও পেশাজীবি সংগঠন অংশ নেয়।

২ অক্টোবর (সোমবার) সকালে জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধ করার দাবি জানান। একই সঙ্গে তাদের ফিরিয়ে নিয়ে আরাকানে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করারও দাবি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত