৬ দিন ছুটি শেষে কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:৫১

শারদীয় দুর্গাপূজা ও পবিত্র মহরম উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে পুনরায় কর্মচঞ্চল হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকে বন্দরে আমদানী-রপ্তানীর কার্যক্রম শুরু হয়। 

স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসনের সভাপতি হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্দরের নিয়মিত আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। স্বাভবিক রয়েছে লোড-আনলোডসহ অন্যান্য কার্যক্রম।

গত ২৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ২ অক্টোবর (সোমবার) পর্যন্ত  সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, পবিত্র আশুরা ও ভারতে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে টানা ৬ দিন বন্ধ ছিল বন্দরের আমাদনী-রপ্তানী কার্যক্রম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত