রোহিঙ্গা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে উদীচী’র মানববন্ধন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৭, ১৩:০৩

‘রুখে দাড়াও বিশ্ব’-স্লোগানে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে উদীচীর সভাপতি মো. কামরুজ্জামান, সহ সভাপতি নঈমুল বারী, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, চাঁপাইনবাবগঞ্জে ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটি সাধারণ সম্পাদক রফিক হাসান, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক আবু হাসিব প্রমুখ।

বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ড বর্বরোচিত ঘটনা। নিরাপদে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নিতে হবে। এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়কে কার্যকরভাবে এগিয়ে আসার দাবি জানান বক্তারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত