চাঁপাইনবাবগঞ্জে বিপ্লবী ‘চে গুয়েভারা’ স্মরণে আলোচনা সভা

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৫:০৭

চাঁপাইনবাবগঞ্জে বিপ্লবী ‘চে গুয়েভারা’ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি চে গুয়েভারার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৯ অক্টোবর (সোমবার) বিকেল ৫টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ আলোচনার আয়োজন করে।  

অনুষ্ঠানে বিপ্লবী কবিতা পাঠ করেন লেখক আজিজুল হক ও জেলা থিয়েটারের শাহজাহান প্রামানিক।

এ সময় বক্তারা মহান বিপ্লবী, চিকিৎসক, লেখক, দার্শনিক, গেরিলা নেতা চে গুয়েভারার আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখতে বঞ্চনাহীন পৃথিবী গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আবু হাসিবের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সাংবাদিক আনোয়ার হোসেন, শাহনেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, লেখক শিবিরের আরী আশরাফ, জেলা সিপিবি সভাপতি ইসরাইল সেন্টু, উদযাপন কমিটি যুগ্ম আহ্বায়ক ইলিয়াসউদ্দিন, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, বাবুডাইং ক্ষুদ্র নৃগোষ্ঠী বিদ্যালয়ের শিক্ষক আলী উজ্জামান, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা সদস্য সচিব মনোয়ারা খাতুন, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি সদস্য সচিব রফিক হাসান, সাম্যবাদী দলের কামালউদ্দিন প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত