নাটোরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৬:৩৫

সাহস ডেস্ক

নাটোর শহরে জনি ইসলাম নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে শহরের তেবাড়িয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত জনি শহরের মল্লিকহাটী এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে অটোরিকশা নিয়ে তেবাড়িয়া এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা জনিকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি আবদুল হাই বলেন, ‘কয়েকদিন আগে সেখানে মাদকবিরোধী অভিযান হয়। সে সময় প্রচুর মাদক উদ্ধার করা হয়। এমনও হতে পারে যে দুর্বৃত্তরা মনে করেছে, জনি সেই মাদক সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছে। তাই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

এ ঘটনায় একজনকে আটক করা হলেও তার নাম জানাতে চাননি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মতিউর রহমান। তিনি জানান, এ ঘটনার তদন্তের জন্যই আটকের নাম বলা যাবে না।

সাহস২৪.কম/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত