প্রধান বিচারপতি যোগ না দেওয়া পর্যন্ত দায়িত্বে আবদুল ওয়াহ্হাব

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৩:১০

সাহস ডেস্ক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কাজে যোগ না দেওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর)  আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রধান বিচারপতির ছুটি মঞ্জুরসহ এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘আইন ও বিচার বিভাগের গত ০২ অক্টোবরের আদেশে প্রধান বিচারপতির অসুস্থতাজনিত ছুটি ভোগকালীন সময়ে অর্থাৎ ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্ধিত ছুটিকালীন বিদেশে অবস্থানকালীন সময়ে অর্থাৎ ০২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অথবা পূণরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন’।   
  
সাহস২৪.কম/ মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত