রোহিঙ্গাদের পাশে সংঘরাজ ভিক্ষু মহাসভা

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৫:৫৮

সাহস ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছে সংঘরাজ ভিক্ষু মহাসভা। বুধবার (১১ অক্টোবর) কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এসব ত্রাণসামগ্রী বিতরণ করে ভিক্ষু মহাসভার ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মশারি, কম্বল, বালতি, জগসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থের জানান, অসাম্প্রদায়িক চেতনায় সংগঠনের সিদ্ধান্ত অনুসারে প্রথম পর্যায়ে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে। চট্টগ্রামসহ সারা দেশের বৌদ্ধবিহারের সমন্বয়ে এ সংঘরাজ ভিক্ষু মহাসভা।পর্যায়েক্রমে আরও ত্রাণসামগ্রী রোহিঙ্গাদের দেওয়া হবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণকালে ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক সুমঙ্গল মহাথের, নিজামপুর ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি জিনালংকার মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার হিসাব পরীক্ষক মৈত্রীপ্রিয় মহাথেরো, প্রচার সম্পাদক সুমনোপ্রিয় থেরো, পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় থেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, সাধারণ সম্পাদক প্রজ্ঞানন্দ থেরো, উখিয়া ভিক্ষু সমিতির ধর্মপাল মহাথেরো, কুশলায়ন মহাথেরো, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সাধারণ সম্পাদক বিপুলসেন থেরো, রামু অর্য্যবংশ ভিক্ষু সংস্থার জ্যোতিঃসেন ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, এইচ শীলজ্যোতি থেরো, দীপংকর থেরো, আনন্দপ্রিয় থেরো, প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত