বাল্যবিয়ে নিরোধ দিবসে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৬:০৫

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা-সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বাল্যবিয়ের কুফল ও এ ব্যাপারে সকলের সচেতনতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অনান্যরা।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাল্যবিয়ে নিরোধ ও শিশু অধিকার নিশ্চিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটিকা পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত