bangladesh-27988-economics লক্ষ্মীপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে র‌্যালি

লক্ষ্মীপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে র‌্যালি

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৭, ১৯:১২

কন্যা শিশুর জাগরণ, আনবে দেশের উন্নয়ন- স্লোগানকে সামনে নিয়ে র‌্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) লক্ষ্মীপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

জেলা শিশু একাডেমির আয়োজনে ও বেসরকারি এনজিও ব্র্যাকের সহযোগীতায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুর জব্বার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, সাবেক শিক্ষক আবুল মোবারক ভৃঁইয়া, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, বেসরকারি এনজিও বাপসা প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম প্রমুখ।

পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।