নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১০:৫১

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন মাদক ব্যবসায়ী ছিলেন জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৪টার দিকে শহরের গলাচিপা এলাকায় নিজের মাদক আস্তানায় এ বন্দুক যুদ্ধে নিহত হন তিনি।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন (৫০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১২ টির বেশি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গলাচিপা এলাকায় বন্দুক শাহীনের মাদকের আস্তানায় অভিযান চালাতে যায় ডিবি পুলিশ। এ সময় শাহীন ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবিও পাল্টা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে শাহীন নিহত হন।

সাহস২৪.কম/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত