খামারবাড়িতে ডিম বিক্রি বাতিল

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৭, ১১:৫৪

অনলাইন ডেস্ক

বিশ্ব ডিম দিবসে’ বিক্রি শুরুর আগেই বন্ধ করে দেওয়া হলো ডিম বিক্রি। জনতার ইট-পাটকেল নিক্ষেপ ও চরম শৃঙ্খলাহীন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।

আজ সকাল ৯টা থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) তিন টাকায় ডিম বিক্রি হওয়ার কথা ছিল। ২০ হাজার ডিম দেওয়া হতো। একজন পেতেন ৯০টি করে।

তবে সরেজমিনে দেখা যায়, পঞ্চাশ হাজারের বেশি মানুষ লাইনে দাঁড়ান। এতো মানুষের ভিড়ে পুরো ইনস্টিটিউশনে গোলমালের সৃষ্টি হয়। যোগানের চেয়ে মানুষের চাহিদা বেশি হওয়ায় বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এতো মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতায় ডিম বিক্রি বাতিল করা হয়। 

সাহস২৪.কম/ আল মনসুর