বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও ৪ রোহিঙ্গার

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৭, ১৭:০৫

সাহস ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু হয়ছে। যারা সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসেছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে বালুখালি ১ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে বন্য হাতির দল এ হামলা চালায়।

নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ১ নম্বর শিবিরের ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে একদল বন্য হাতি আকস্মিকভাবে এই হামলা চালায়।

এতে এখানকার বাসিন্দারা দিগ্বিদিক পালাতে থাকে। একপর্যায়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তাদের স্থানীয়রা উদ্ধার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে ছয়জনকে ভর্তি করায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

সপ্তাহ খানেক আগে একই রকম হামলায় আরও দুই রোহিঙ্গা মারা যান জানিয়ে পরিদর্শক কিসলু বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা পাহাড়ি এলাকার গাছপালা কেটে ফেলায় বন্যহাতির বাসস্থান ও খাবার সংকটে পড়ছে। এতে তারা হামলা করেছে লোকালয়ে।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত