রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠাবে স্পেন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১২:৩৫

সাহস ডেস্ক

ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আল ভারো দ্য সালাস রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূত এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, স্পেন খুব শিগগিরই রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য পাঠাবে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশ ও স্পেনের মধ্যে ঘনিষ্ট সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি পারস্পরিক স্বার্থে বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

স্প্যানিশ রাষ্ট্রদূত ক্যাটালোনিয়ায় সর্বশেষ পরিস্থিতি এবং তার সরকারের অবস্থান সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি মাদ্রিদে পররাষ্ট্রমন্ত্রী আলীর সফর নিয়েও আলোচনা করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামাপ্ত আত্মজীবনী খুব শিগগির স্প্যানিশ ভাষায় প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত