রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীন পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:১৯

সাহস ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখতে চীন ও রাশিয়ায় বিদেশ দূত পাঠানোর চিন্তা করা হচ্ছে।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অবশ্য দাবি করেছেন যে রোহিঙ্গা সংকট নিয়ে চীন ও রাশিয়ার অবস্থান বাংলাদেশের বিপক্ষে নয়, তারাও সমস্যা অনুধাবন করতে পারছে বলে মনে করেন তিনি।

তবে এ দুটি দেশকে পুরোপুরি বোঝাতে কবে নাগাদ দূত পাঠানো হবে সেটি অবশ্য বলেননি মাহমুদ আলী।

বাংলাদেশ সীমান্তে নো-ম্যানস ল্যান্ডে আরও ১৫ হাজার রোহিঙ্গা এসেছে বলে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার দেয়া এমন তথ্যের বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন , এটি তার জানা নেই।

তার দাবি বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার জন্যই আন্তর্জাতিকভাবে সবাই মিয়ানমারের নিন্দা করছে ও সমাধান খুঁজতে সবাই আগ্রহী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েকদিনে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে বেশ কিছু উদ্যোগ গৃহীত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন সংকটের মূল মিয়ানমারেই তাই মিয়ানমারকেই এ সমস্যার সমাধান করতে হবে এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুধাবন করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত