দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৭, ১৪:০২

অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ২০ অক্টোবর (শুক্রবার) দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। তবে আবহাওয়া খারাপ থাকায় সকাল থেকে এই নৌপথে বড় আকারের কিছু লঞ্চ চলাচল করে। এ ছাড়া ফেরি চলাচল করলেও চলছে ধীর গতিতে। নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বেশ কিছু যানবাহন আটকে আছে। আজ উভয় ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া কারণে নদীতে ঝোড়ো বাতাস থাকায় দু-তিনটি ফেরির ইঞ্জিন দুর্বলের কারণে বাতাসের বিপরীতে সহজে চলতে পারছে না। তাছাড়া এখনো এই নৌপথের তিনটি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

শফিকুল ইসলাম আরও বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চের দুর্ভোগ পড়েছে যাত্রীরা। বাতাস ছাড়াও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে যানবাহন পারাপার স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন।