চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৫:২৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয়নি।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রাশেদ আলীর নেতৃত্তে চকপাড়া সীমান্ত চৌকির সদস্যরা সীমান্ত পিলার ১৮৪/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালায়।

শনিবার দুপুরে লে. কর্ণেল রাশেদ জানান, গোপন খবরের ভিত্তিতে চকপাড়া সীমান্তে নলডুবি বাজারের পাশে ব্রীজের নিকটে পাগলা নদীর পাড়ে ফাঁদ পাতা হয়। এসময় ভারত হতে ২ চোরাকারবারী ৪টি পোটলা নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাদের ধাওয়া করা হয়। এতে তারা পোটলাগুলি ফেলে পূনরায় ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে পোটলাগুলি তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ১৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৯৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসব মালামালের আনুমানিক জব্দ মূল্য ২ লক্ষ ৪২ হাজার টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত