মংলা বন্দরের কাজ বন্ধ

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৭:১৪

সাহস ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত বহাল আছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য খালাস-বোঝাইয়ের কাজ। সাগরে অবস্থানকারী জেলেদের নিরাপদে আশ্রয়ের জন্য বলেছে আবহাওয়া অফিস।

২১ অক্টোবর (শনিবার) মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বলেন, ‘এখন মংলা বন্দরে একটি ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), তিনটি সার, চারটি চাল, একটি মেশিনারিজ এবং একটি সারবাহীসহ মোট ১৩টি জাহাজ অবস্থান করছে। আরও একটি সারবাহী জাহাজ আজ বন্দরে আসার শিডিউল রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জাহাজে পণ্য খালাস-বোঝাই ব্যাহত হচ্ছে।’  

বন্দর ব্যবহারকারী নুরু অ্যান্ড সন্স-এর মালিক এইচ এম দুলাল জানান, টানা বৃষ্টিপাতের কারণে জাহাজের পণ্য খালাস বোঝাই সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেছেন তিনি।  

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে এ অবস্থা স্বাভাবিক হবে এবং বৃষ্টিপাত কমে যাবে।’ 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত