লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৮:১৬

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২২ অক্টোবর (রবিবার) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ লক্ষ্মীপুরের আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগীতা কামনা করেন। এতে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আল মাসুদ, বাস মিলিবাস সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, মটরযান পরিদর্শক শরাফ উদ্দিন আখন্দ, সাজেদুল ইসলাম প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অণিবার্ণ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, সড়ক জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক সংগঠনের ও বিআরটিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত