সুপ্রিম কোর্টে ছয় কর্মকর্তা নিয়োগ

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৮:৩৬

সাহস ডেস্ক

সুপ্রিম কোর্ট প্রশাসনের ১০ কর্মকর্তাকে বদলির পর নতুন শীর্ষ ছয় কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২২ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার, ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার,ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমিনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমাকে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার,চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামীকাল ২৩ অক্টোবর সুপ্রিম কোর্টে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার ও প্রধান বিচারপতির একান্ত সচিবসহ ১০ কর্মকর্তাকে বদলির অনুমোদন দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

গত ১৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত