চুয়াডাঙ্গায় মন্দিরে প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ১

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ১০:২২

শামসুজ্জোহা পলাশ

চুয়াডাঙ্গায় সংখ্যালঘু হরিজন সম্প্রদায়ের মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টায় শহরের মুক্তিপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনায় রাতেই অভিযুক্ত লিটন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিটন শহরের মুক্তিপাড়ার মৃত মোহম্মদ শেখের ছেলে।

পুলিশ জানায়, হরিজন সম্প্রদায়ের লোকজন শনিবার রাতে মন্দির বন্ধ করে বাসায় গেলে লিটন মাতাল অবস্থায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গকুল সর্দার ভুইমালি বলেন, রাতে মন্দিরের আরতি শেষে বাসায় ঢুকলে লিটন মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকার লোকজন তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মন্দিরের সভাপতি গকুল সর্দার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত