চাঁপাইনবাবগঞ্জে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ১৭:০৭

‘পয়োবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’, ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’- ইত্যাদি স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে।

এ উপলক্ষে ২৩ অক্টোবর (সোমবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল দেখানো ও শেখানো হয়।

অনুষ্ঠানে সুষ্ঠু ও উন্নত স্যানিটেশনের গুরুত্ব এবং স্বাস্থ্য রক্ষায় সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন- জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত