নির্বাচন পর্যবেক্ষণ: নিবন্ধন আবেদনের শেষ সময় ৭ নভেম্বর

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৭, ১১:৩৪

সাহস ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধনের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, নিবন্ধিত ১২০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তাদের নতুন করে নিবন্ধন নিতে হবে। নতুনরাও আবেদন করতে পারবে। নির্ধারিত নীতিমালা মেনে আগামী ৭ নভেম্বরের মধ্যে ইসিতে আবেদন জমা দিতে হবে।

আমরা নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। যারা আবেদন করবে তাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং বিগত নির্বাচনের সময় তাদের কার্যক্রম খতিয়ে দেখা হবে। সবকিছু বিবেচনায় নিয়েই যোগ্যদের পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে।

জনসংযোগ পরিচালক জানান, আগে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো নতুন নিবন্ধনের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সব নির্বাচনে কাজ করতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত