কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আর্কাইভ উদ্বোধন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৭, ১৫:০২

পিন্টু দেবনাথ

১৯৭১ সালের ২৮ অক্টোবর কমলগঞ্জের দলই সীমান্তে হানাদারদের একটি ব্যাঙ্কারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হয়েছিলেন বীরশ্র্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দলই সীমান্তের স্মৃতিসৌধ এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আর্কাইভ।  

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দলই সীমান্ত ফাঁড়ির বিজিবির (তৎকালীন বিডিআর) পক্ষে স্থানীয়ভাবে একটি নাম ফলক স্বরুপ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় বিজিবির সীমান্ত ফাঁড়ির সামনে।

মেজর ইকবাল জানান, ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে বিজিবি ৪৬ নম্বর ব্যাটেলিয়নের পক্ষে সকালে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করবে। দুপুরে কাঙ্গালী ভোজ পরিবেশন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত