নেশার টাকার জন্য মা-বোনকে মারধর করায় কারাদণ্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৭, ১৩:৪৩

বরিশালের আগৈলঝাড়ায় নেশার টাকার জন্য মা ও বোনকে মারধর করে ঘরের মালামাল ভাংচুর করার অভিযোগে মাসুম মোল্লা (২৬) নামে এক মাদকসেবীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৯ অক্টোবর (রবিবার) বিকালে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, ২৯ অক্টোবর (রবিবার) সকালে পূর্ব সুজনকাঠী গ্রামের মাদকাসক্ত মাসুম মা হাওয়া বেগমের কাছে নেশার জন্য টাকা চায়। মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মাসুম ঘরের মালামাল ভাংচুর করে মা হাওয়া বেগম ও বোন রাশেদা বেগমকে মারধর করে আহত করে।

স্থানীয়রা এ ঘটনা থানায় জানালে পুলিশ গিয়ে মাদকাসক্ত মাসুমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের আদালতে হাজির করা হলে তিনি মাসুম মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে ওই দিনই তাকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাসুম উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত আফসের মোল্লার ছেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত