সুন্দরবন বনদস্যু বাহিনীর প্রধান নুর হোসেন নিহত

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:২১

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সংঘর্ষে বনদস্যু বাহিনীর প্রধান নুর হোসেন নিহত হয়েছে।

৩০ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় সুন্দরবনের চুনকুড়ি এলাকায় নিজ বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন তিনি। পারে স্থানীয় জেলেরা তার মৃতদেহ লোকালয়ে নিয়ে আসে।

পুলিশ জানান, নিহত নুর হোসেনের বাড়ির কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামে। তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, অভ্যন্তরীণ কোন্দলে বাহিনী প্রধান নুর হোসেন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তার মৃতদেহ স্থানীয় জেলেরা হরিহর নগর বাজারে নিয়ে এসেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত