চিলমারীর বাজারের সড়ক যেনো হাল দেওয়া ক্ষেত!

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৭, ১৪:৩০

শফিউল আলম শফি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বাজারের সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কগুলো হাল দেওয়া ক্ষেতে পরিনত হয়েছে। ফলে দুর্ভোগ পড়েছেন থানাহাট এলাকার মানুষের।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় থানাহাট বাজারের পশ্চিম পাশের প্রবেশ সড়কটি কয়েক মাস থেকে চলাচলের অনুপযোগী হলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পচা পানি ও ময়লা আবর্জনার গন্ধে গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে চলাচলের অনুপযোগী হওয়াসহ দুর্গন্ধে আশপাশের লোকজনের বসবাস করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

থানাহাট বাজার আর্দশ বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাহফুজার রহমান বলেন, কতৃপক্ষের সাথে কথা বলে আমরা যত তাড়াতাড়ি পারি এর সমাধান করবো।

উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে অতিশিঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত