‘ব্রিজে ওঠতে মোগো ডর হরে, কহন জানি পইররা আত পাও ভাঙে’

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:১৯

রহিম রেজা

‘ব্রিজে ওঠতে মোগো ডর হরে, কহন জানি পইররা আত পাও ভাঙে’, ঝালকাঠির রাজাপুরের মধ্য পুটিয়াখালির গ্রামের বড় খালের ওপরের ভাঙা ব্রিজ পারাপারে দুর্দশার বর্ণনা এভাবেই দিলেন পিয়ারা বেগম (৪২)। চার সন্তানের জননী পিয়ারা ওই গ্রামের আঃ সত্তারের স্ত্রী।

গালুয়ার এ ব্রিজের জন্য ওই এলাকার ৩ শতাধিক পরিবারসহ শিশু শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন। ব্রিজটির উত্তর পারে আছে পাকা রাস্তা ও হাজেরা আহম্মদিয়া দাখিল মাদ্রাসা। দক্ষিণ পারে রয়েছে রাস্তাবিহীন খালের পারের মেঠো পথ। ওই এলাকার বাসিন্দা ও তাদের ছেলে-মেয়েদের লেখা পড়া, হাট বাজারসহ সকল কর্মকাণ্ডে যাওয়ার জন্য ওই ব্রিজটি পার হওয়া ছাড়া আর কোন বিকল্প পথ নেই।

ব্রিজটির পাটাতন ভেঙে বিচ্ছিন্নভাবে ঝুলন্ত অবস্থায় থাকায় নিচ থেকে এলাকাবাসী কাঠ দিয়ে ঠেক দিয়েছে। স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ হাসান তালুকদার ওরফে দুলাল তালুকদার জানান, প্রায় ১৬ বছর আগে আনুমানিক দেড় লাখ টাকা ব্যয়ে এ আয়রন পাটা ব্রিজটি নির্মাণ করা হয়। গত ১০ বছর ধরে এ রকম ভাঙা ব্রিজ দিয়ে পারাপার চলছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত