২০৪১ সালের মধ্যেই উন্নত বাংলাদেশ হবে: পরিকল্পনা মন্ত্রী

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৭, ১৫:৪৪

সাহস ডেস্ক

উন্নতির লক্ষ্যে বাংলাদেশ যে ভাবে অগ্রসর হচ্ছে তাতে ২০৪১ সালের মধ্যেই বিশ্বের মানচিত্রে উন্নত দেশ হিসেবে পরিচিত হবে বাংলাদেশ।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আওয়ামী লীগের হাত ধরেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রথম  সারির ২০টি দেশের মধ্যে অবস্থান করবে।

১০ নভেম্বর (শুক্রবার) দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দানে জেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য অন্তর্ভূক্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব  সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমান কুন্ডু বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সাহস২৪.কম/খান/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত